Sports

বিরাট ইনিংস কোহলির, ভারতের জয় এখন অপেক্ষামাত্র

Published by
News Desk

নাগপুর টেস্টের তৃতীয় দিনের প্রায় সব আলোটুকু শুষে নিলেন অধিনায়ক বিরাট কোহলি। জীবনের পঞ্চম দ্বিশতরান রান পূর্ণ করলেন। খেললেনও দাপটের সঙ্গে। ২১৩ রান করে কোহলি যখন ছয় হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন তখন দলের রান শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে গেছে। এদিন কোহলির উল্টোদিকে যোগ্যসঙ্গত দেন রোহিত শর্মাও। সেঞ্চুরি করেন রোহিত। ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। ৬১০ রানে ডিক্লেয়ার করে দেয় ভারত। ততক্ষণে ভারতের ঝুলিতে ৩টে শতরান, ১টি দ্বিশতরান এসে গেছে। শ্রীলঙ্কার থেকে ৪০৫ রানে এগিয়ে এদিন ভারত শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়।

দিনের প্রায় শেষে পৌঁছে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সমরাবিক্রমার উইকেট হারায়। দিনের শেষে ১ উইকেট হারিয়ে ২১ রান করে শ্রীলঙ্কা। ক্রিকেট বোদ্ধারা মনে করছেন ভারতকে দ্বিতীয় ইনিংস খেলতে হয়তো নামতে হবে না। তার আগেই গুটিয়ে যেতে পারে শ্রীলঙ্কার ইনিংস। হাতে এখনও ২ দিন। ফলে জয়ের স্বপ্নেই বিভোর বিরাট শিবির।

Share
Published by
News Desk

Recent Posts