Sports

দ্বিতীয় দিনের শেষে জয়ের গন্ধে মাতোয়ারা বিরাট ব্রিগেড

Published by
News Desk

নাগপুর টেস্টের প্রথম দিন যদি ভারতীয় বোলারদের হয়, তবে দ্বিতীয় দিনটা কেবল মুরলী বিজয় আর চেতেশ্বর পূজারার। ভারতের এই দুই অন্যতম ব্যাটিং স্তম্ভের কাঁধে ভর করে ইতিমধ্যেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বিরাট শিবির। এদিন কম যাননি অধিনায়ক বিরাট কোহলিও। টস জিতে প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ে ২০৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। প্রথম দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে উইকেট হারান ভারতের কে এল রাহুল।

এরপর এদিন সকাল থেকে বিজয়-পূজারার দুরন্ত টেস্ট ব্যাটিং মানসিকতা ক্রমশ ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে থাকে। দুজনেই সেঞ্চুরি করেন। তবে ধীরে সুস্থে। যেমনটা টেস্ট ক্রিকেটে হয়। মুরলী বিজয় ১২৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ১২১ রানে ক্রিজে আছেন পূজারা। ৫৪ রান করে ক্রিজে পূজারার সঙ্গী বিরাট কোহলি। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৩১২ রান। শ্রীলঙ্কার থেকে ১০৭ রান এগিয়ে। শনিবার সারা দিনে একটি মাত্র উইকেট পড়ে। সেটা মুরলী বিজয়ের।

Share
Published by
News Desk

Recent Posts