Categories: Sports

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেও অব্যাহত ভারতের দাপট

Published by
News Desk

তৃতীয় দিনে চ্যালেঞ্জটা ছিল কত দ্রুত ৫০০ রান স্কোর বোর্ডে যোগ করে ক্যারিবিয়ানদের ব্যাট করতে পাঠানো যায়। লাঞ্চের কিছুক্ষণ পরেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেললেন রাহানে, ঋদ্ধিরা। রাহানের ব্যাট থেকে এল সেঞ্চুরি। সাবাইনা পার্কে টেস্ট ক্রিকেটে নিজের সপ্তম সেঞ্চুরিটা রাহানে সেরে ফেলার পর কিছুক্ষণের মধ্যেই ভারতের স্কোর পৌঁছে যায় ৫০০ রানে। লিড ৩০৪ রানের। ইনিংস শেষ হতে তখনও ১ উইকেট পরা বাকি। অপেক্ষা করেননি ক্যাপ্টেন বিরাট কোহলি। ডিক্লেয়ার করে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করেত পাঠান তিনি। কিন্তু বৃষ্টি বিঘ্নিত দিনে ওয়েস্ট ইন্ডিজের আর ব্যাট করতে নামা হয়ে ওঠেনি। ফলে ভারতীয় ব্রিগেড এখন চতুর্থ দিনের পরিস্কার আকাশের অপেক্ষায়। কারণ ম্যাচের যা পরিস্থিতি তাতে আবহাওয়া সাথ দিলে দ্বিতীয় টেস্টও বিরাটদের পকেটস্থ হওয়া নিছক সময়ের অপেক্ষা।

Share
Published by
News Desk

Recent Posts