Sports

ইডেন টেস্টের দ্বিতীয় দিনও পণ্ড বৃষ্টিতে

Published by
News Desk

ইডেনে ভারত শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের প্রথম দিনটি যদি সুরঙ্গা লাকমলের হয়, তাহলে দ্বিতীয় দিনটি অবশই দাসুন সনকার। প্রথম দিনটা বৃষ্টিতে মাটি হওয়ার পর দ্বিতীয় দিনেও একই অবস্থা। সকালের দিকে আকাশ কিছু পরিস্কার হয়েছে বলে মনে হলেও বেলা বাড়তে ফের শুরু হয় নাগাড়ে বৃষ্টি। ফলে দ্বিতীয় দিনেও সেভাবে খেলা হল না। এরমধ্যেই যেটুকু সময় ভারত ব্যাট করার সুযোগ পেয়েছে তার মধ্যেই অজিঙ্কা রাহানে ও রবিচন্দ্রন অশ্বিনের উইকেট দখল করেন শ্রীলঙ্কার দাসুন।

প্রথম দিন মাত্র ১১.৫ ওভার খেলা হয়। ভারত ৩ উইকেট হারিয়ে তোলে ১৭ রান। এদিন আরও ২টি উইকেট হারালেও রান কিছুটা হলেও উঠেছে। দিনের শেষে ৭৪ রানে ৫ উইকেটে খেলা শেষ হয়। ৩২.৫ ওভার পর্যন্ত এদিন খেলা হয়। অর্থাৎ দ্বিতীয় দিনে খেলা হয়েছে ২০ ওভার। ক্রিজে অপরাজিত আছেন ভারতের আশা চেতেশ্বর পূজারা (৪৭) ও ঋদ্ধিমান সাহা (৬)। শনিবার তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে পণ্ড হয়, নাকি পুরো দিন খেলার সুযোগ হয় সেদিকেই চেয়ে ক্রিকেট প্রেমীরা।

Share
Published by
News Desk

Recent Posts