Sports

বৃষ্টিভেজা ইডেনে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত

Published by
News Desk

বৃষ্টি বিঘ্নিত ভারত শ্রীলঙ্কা ইডেন টেস্টের প্রথমদিনের খেলার অবসান ঘটল নির্ধারিত সময়ের আগেই। এমনিতেই ম্যাচ দেরিতে শুরু হওয়ার ম্যাচ রেফারি ডেভিড বুন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খেলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আকাশ মেঘলা থাকায় খারাপ আলোর জন্য খেলা বন্ধ করতে হল সাড়ে ৪টের ভেতরেই। মাত্র ১১.৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে ভারত। দিনের শেষে ভারতের খাতায় ৩ উইকেটের বিনিময়ে ১৭ রান।

শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমল ম্যাচের প্রথম বলেই ফেরান ওপেনার কেএল রাহুলকে। শিখর ধাওয়ানও শিকার হন লাকমলের। এরপর খারাপ আলোর দরুন আটকে যায় খেলা। চা পানের বিরতির পর ফের ম্যাচ শুরু হয়। এই সময় কোহলিকে শূন্য রানে ফিরিয়ে মোক্ষম আঘাত হানেন সেই লাকমল। ফের খারাপ আলোর সমস্যা দেখা দেয়। আজকের মতো খেলার সমাপ্তি ঘোষিত হয়। চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে ক্রিজে আছেন।

Share
Published by
News Desk

Recent Posts