Sports

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

Published by
News Desk

৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ। তার প্রথমটায় ভারতকে হারিয়ে ১-০-তে এগিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছিল নিউজিল্যান্ড। বাকি ২টোর মধ্যে ১টি জিতলেই সিরিজ পকেটে, এই অবস্থায় খেলতে নেমে এদিন ভারতের কাছে স্রেফ দাঁড়াতে পারল না কিউয়িরা।

পুনেতে দ্বিতীয় ওয়ান ডে-তে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু শুরুতেই মার্টিন গুপতিল, উইলিয়ামসন ও মুনরো-র উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ২৭ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডকে ল্যাথাম (৩৮), নিকোলস (৪২), গ্র্যান্ডহোম (৪১), টেলর (২১), স্যান্টনার (২৯) একটু একটু করে এগিয়ে নিয়ে গেলেও তা ভারতকে রোখার জন্য যথেষ্ট ছিল না। শুরুতে উইকেট পতনের ধাক্কা এদিন ৫০ ওভার পর্যন্ত তাড়া করে বেড়িয়েছে নিউজিল্যান্ডকে। ৫০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ২৩০ রানেই শেষ হয় কিউয়ি ইনিংস।

খুব বড় লক্ষ্য না হলেও শুরুতে সাবধানী ভারত প্রথমেই রোহিত শর্মার উইকেট খোয়ায়। এরপর ধাওয়ান-বিরাট জুটি কিছুটা টানলেও এদিন ব্যক্তিগত ২৯ রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। নামেন কার্তিক। দীনেশ কার্তিক ও ধাওয়ান জুটির প্রবল পরাক্রমী ব্যাটিংয়ের সামনে এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি নিউজিল্যান্ড।

ধাওয়ান ৬৮ রানে আউট হন। দীনেশ ৬৪ রানে খেলার শেষ পর্যন্ত টিকে থাকেন। ভারতের আর ১টি উইকেট পড়ে। ৩০ রান করে আউট হন পাণ্ডিয়া। ৪৬ ওভারেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে খেলা শেষ করে দীনেশ-ধোনি জুটি। ম্যাচের সেরা হন ভুবনেশ্বর কুমার। সিরিজ ১-১ হওয়ায় তৃতীয় ও শেষ ম্যাচের ওপর নির্ভর করছে সিরিজের ভাগ্য। সিরিজের শেষ ওয়ান ডে আগামী রবিবার।

Share
Published by
News Desk