Sports

ভারতকে সহজে হারাল নিউজিল্যান্ড

Published by
News Desk

ভারতকে হিসেব কষে চাপমুক্ত ব্যাটিং করেই হারিয়ে দিল নিউজিল্যান্ড। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৮১ রান তুলে নেয় কিউয়িরা। মুম্বইয়ে সাগর পারে ওয়াংখেড়ের সবুজ গালিচায় এদিন ভিড় জমেছিল দেখার মত। ছুটির দিন। তায় আবার শহরে ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ান ডে। ফলে মাঠ ছিল কানায় কানায় ভর্তি। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের আগুনে বোলিংয়ের সামনে স্বচ্ছন্দ দেখায়নি ভারতীয় ব্যাটিং লাইনআপকে। রোহিত শর্মা (২০), শিখর ধাওয়ান (৯) ও কেদার যাদব (১২) দ্রুত ফেরার পর ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি ও দীনেশ কার্তিক। কোহলির একটি ক্যাচ ফেলা যে কতটা ভয়ংকর হয় তা এদিন টের পেয়েছে নিউজিল্যান্ড। একবার জীবন ফিরে পাওয়া কোহলিই এদিন ভারতকে টেনে নিয়ে যান। নিজে করেন ১২১ রান। এছাড়া কার্তিক (৩৭), ধোনি (২৫) ও ভুবনেশ্বর কুমার (২৬)-এর কাঁধে ভর করে ভারত পৌঁছয় ২৮০ রানে। ৫০ ওভারের খেলায় রানটা বিশাল না হলেও চ্যালেঞ্জিং ছিল।

নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে গুপটিল (৩২), ম‌ুনরো (২৮) ও উইলিয়ামসন (৬) প্যাভিলিয়নে ফেরার পর খেলার হাল ধরেন রস টেলর ও ল্যাথাম। এখান থেকে হিসেব কষে খেলার শুরু। ওভার, বল, প্রয়োজনীয় রান দেখে, হিসেব করে ব্যাটিং করতে শুরু করেন এই দুই ব্যাটসম্যান। ভারতের একের পর এক বোলিং পরিবর্তনও কোনও কাজে আসেনি। এঁদের জুটি ভাঙতে সবরকম চেষ্টা চালিয়েও কাজের কাজ কিছু হয়নি। বরং ক্রমশ জেতার লক্ষ্যে পৌঁছে যায় কিউয়িরা। শেষ মুহুর্তে রস টেলর ৯৫ রানে প্যাভিলিয়নে যখন ফেরেন, তখন জেতার জন্য দরকার ছিল মাত্র ১ রান। যা নিকোলস মাঠে নেমেই প্রথম বলে চার হাঁকিয়ে তুলে নেন। ১০৩ রানে অপরাজিত থেকে যান ল্যাথাম। প্রথম ম্যাচ জয়ের ফলে ভারত-নিউজিল্যান্ড ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০-তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

Share
Published by
News Desk

Recent Posts