Sports

ভারতকে হেলায় হারাল অস্ট্রেলিয়া

Published by
News Desk

গুয়াহাটিতে এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। পিচে সামান্য ঘাস রয়েছে। ফলে অজি বোলারদের খারাপ লাগার কথা নয়। ব্যাট করতে নেমে তা টেরও পেল ভারতীয় ব্যাটিং লাইনআপ। এদিন প্রথম ৩-৪ ওভার খেলার পরই ম্যাচের ভাগ্যলিখন পরিস্কার হয়ে যায় সকলের কাছে। কথায় বলে ক্রিকেট ইজ আ গেম অফ আনসার্টেনটি। কিন্তু এদিন একের পর এক রোহিত, বিরাট, মণীশ, শিখর ধাওনরা যেভাবে প্যাভিলিয়নে ফিরলেন তাতে এই আনসার্টেনটি-র অবকাশ বড় একটা ছিল না। কেদার (২৭), পাণ্ডিয়া (২৫), ধোনি (১৩) আর কুলদীপ (১৬) রানের সামান্য লড়াই দিলেও তা খেলাকে চ্যালেঞ্জিং করার জন্য যথেষ্ট ছিল না। ২০ ওভারে ১১৮ রানে সব উইকেট পড়ে যায় ভারতের।

১১৯ করলে জিতবে, এমনই এক সহজতম টার্গেট ধাওয়া করতে নেমে শুরুতেই ফিঞ্চ ও ওয়ার্নারের উইকেট হারায় অজিরা। কিন্তু ওইটুকুই। এরপর হেনরিক্স (৬২) ও হেড (৪৮) রান করে অপরাজিত থেকে লক্ষ্য ছুঁয়ে ফেলেন অনায়াসে। মাত্র ১৫ ওভার ৩ বলেই হেলায় জয় ছিনিয়ে নেয় অজিরা। এদিন ভারতের ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং দেখে মনে হয়নি তারা জিততে নেমেছে বা সামান্য লড়াইটুকু দেওয়ার মানসিকতা নিয়ে নেমেছে। অন্যদিকে অজিদের দেখেও মনে হয়নি এর আগে টেস্ট, ওয়ান ডে-তে তারা ভারতের সামনে দাঁড়াতেও পারেনি। এদিনের জয়ের ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজে এখন ফলাফল ১-১। তৃতীয় ম্যাচ হায়দরাবাদে। সেটাই হবে সিরিজ জয়ের ফাইনাল। যে জিতবে সেই সিরিজে জয়ী। ফলে ওদিনের ম্যাচ নিয়ে উন্মাদনা ইতিমধ্যেই তৈরি হয়ে গেল। যা হয়তো আজ ভারত জিতলে অতটা হত না।

Share
Published by
News Desk