Categories: Sports

কুস্তিগিরের পর ডোপ টেস্টে ব্যর্থ শট পাটার

Published by
News Desk

অলিম্পিক শুরুর আর হাতে গোনা দিন বাকি। তার আগে পরপর ডোপ টেস্ট ব্যর্থতা অলিম্পিকে ভারতের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। কুস্তিগির নরসিংহ যাদবের পর এবার ডোপ টেস্ট ব্যর্থতার মুখে পড়তে হল ভারতীয় শট পাটার ইন্দরজিৎ সিংকে। গত ২২ জুন তাঁর যে ডোপ টেস্ট করা হয়েছিল তাতে উত্তীর্ণ হতে পারেননি ইন্দরজিৎ। তাঁর মূত্রের নমুনায় নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে। ফলে তাঁরও অলিম্পিকে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ল। ইন্দরজিৎ যদিও পুরো বিষয়টিতে চক্রান্তের গন্ধ পাচ্ছেন। তাঁর দাবি, মূত্রের নমুনা বিকৃত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দ্বিতীয় ধাপে ফের তাঁর মূত্রের নমুনা পরীক্ষা করে দেখতে চলেছেন চিকিৎসকেরা। সেখানেই চূড়ান্ত হয়ে যাবে ইন্দরজিতের রিও ভবিষ্যৎ।

Share
Published by
News Desk