Categories: Kolkata

রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

রীতি মেনে স্বাধীনতা দিবসের সকালে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু মানুষ। এদিন সকালে দিল্লিতে জাতীয় কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতীয় জনতা পার্টির লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণীও। সব রাজ্যেরই মুখ্যমন্ত্রী এদিন প্রথা মেনে জাতীয় পতাকা উত্তোলন করেন। লাদাখে গিয়ে ভারতে চীন সীমান্তের সেনা ছাউনিতে পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এছাড়া স্কুল, কলেজ থেকে ক্লাব, প্রতিষ্ঠানেও পূর্ণ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়।

Share
Published by
News Desk

Recent Posts