National

আজ স্বাধীনতা দিবস, খুশিতে মাতোয়ারা গোটা দেশ

Published by
News Desk

৭২ তম স্বাধীনতা দিবসে বুধবার সকাল থেকেই শুরু হয় পতাকা উত্তোলনের তোড়জোড়। সকালে লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছরের মতই এদিন লালকেল্লা প্রাঙ্গণে ছিল ছাত্রছাত্রীদের ভিড়। তিরঙ্গায় মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর। ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা বন্দোবস্ত। শুধু দিল্লি বলেই নয়, বিভিন্ন রাজ্যেও এদিন পতাকা উত্তোলন হয়। পতাকা উত্তোলন হয়েছে স্কুল থেকে কলেজ, ক্লাব থেকে পাড়া সর্বত্র। এমনকি কলকাতা সহ দেশের অনেক বাড়ির ছাদেই শেষ শ্রাবণের সকালে পতপত করে উড়েছে তিরঙ্গা। এমনকি এদিন ঘুড়ির সঙ্গে ডানা মেলে সদর্পে দেশের পতাকা পৌঁছে গেছে মেঘের আশপাশে।

এদিন সকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। পতাকা উত্তোলনের পর অনেক জায়গায় ছিল খাওয়া দাওয়ার বন্দোবস্ত। ছিল ঝলমলে অনুষ্ঠান। কোথাও কোথাও রক্তদান বা অন্য সেবামূলক কাজের বন্দোবস্ত হয়েছিল। সব মিলিয়ে একেবারে অন্য সকাল দিয়ে শুরু করে দিন কাটাচ্ছেন আপামর বঙ্গবাসী। আপামর দেশবাসী।

Share
Published by
News Desk