Kolkata

অসুস্থ হয়ে রাস্তায় আছড়ে পড়লেন মহিলা পুলিশকর্মী

Published by
News Desk

প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছে অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোডিয়ামের সামনে তখন ছৌ নৃত্য প্রদর্শন করছেন পুরুলিয়ার শিল্পীরা। ঠিক সেই সময়েই আচমকা সোজা রাস্তার ওপর আছড়ে পড়েন পোডিয়ামের সামনে দায়িত্বে থাকা এক মহিলা পুলিশকর্মী। সুস্মিতা রায় নামে ওই পুলিশকর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ছুটে আসেন আশপাশে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীরা। বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। ওভাবে রাস্তায় আছড়ে পড়ায় তাঁর নাক ও থুতনি ফেটে রক্ত বার হতে থাকে।

দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকায় সানস্ট্রোক হয় বলেই প্রাথমিকভাবে জানাগেছে। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে ওই মহিলা পুলিশ কর্মীকে অ্যাম্বুলেন্সে এসএসকেএম হাসপাতালে পাঠান। আপাতত সুস্থ আছেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts