Business

আয়কর রিটার্ন বাড়ল ২৫ শতাংশ

Published by
News Desk

আয়কর রিটার্নের চূড়ান্ত সময়সীমা ৫ অগাস্ট পর্যন্ত বাড়িয়েছিল সরকার। সেই রিটার্ন জমা শেষ হতেই হিসাবে বেরিয়ে এল চমকপ্রদ তথ্য। এবার রিটার্ন জমা ২৫ শতাংশ বেড়েছে বলে দাবি করেছে কেন্দ্র। আর তার শ্রেয় তারা দিচ্ছে নোট বাতিলের সিদ্ধান্তকেই।

কালো টাকা নিয়ন্ত্রণে নোট বাতিল এক বড় ভূমিকা নিয়েছে বলে দাবি করেছে তারা। গত বছর যেখানে ২ কোটি ২৬ লক্ষ মানুষ আয়কর রিটার্ন দাখিল করেছিলেন, সেখানে এবছর আয়কর রিটার্ন জমা দিয়েছেন ২ কোটি ৮২ লক্ষ মানুষ। এটা একটা বড় সাফল্য হিসাবেই দেখছে কেন্দ্র। যা থেকে সরকারি কোষাগারও লাভবান হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts