National

‘মোদী সাহাব’-কে ইমরান খানের চিঠি

Published by
News Desk

ভারত এক পা এগোলে পাকিস্তান ২ পা এগোবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এমনই জানিয়েছিলেন ইমরান খান। পাকিস্তানের নবনিযুক্ত ক্রিকেটার প্রধানমন্ত্রী ইমরানের সেই দাবি এবার কী তবে চিঠি হয়ে উড়ে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। মোদী সাহাব বলে সম্বোধন করে ইমরান খান চিঠি দিয়ে জানিয়েছেন তিনি সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তিনি চান প্রথমে বিদেশমন্ত্রী পর্যায়ে ২ দেশের মধ্যে আলোচনা শুরু হোক।

২০১৫ সালের পর ২ দেশের সম্পর্ক ফের তলানিতে ঠেকে। ফলে বন্ধ হয়ে যায় সব আলোচনা। পাঠানকোটের পর কোনও আলোচনার জায়গায়ই ছিল না ২ দেশের মধ্যে। এবার ফের ২ দেশের মধ্যে আলোচনার পথ খুলতে এগিয়ে এলেন নবনিযুক্ত পাক প্রধানমন্ত্রী। অন্যদিকে ভারত বারবার জানিয়ে এসেছে সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারেনা। একদিকে সীমান্তপার সন্ত্রাস সন্ত্রাসের মত চলবে, আবার পাকিস্তান আলোচনাও চাইবে, এটা হতে পারেনা বলে পাকিস্তানের কাছে আগেই পরিস্কার করেছে ভারত। ফলে পাক প্রধানমন্ত্রীর চিঠির প্রত্যুত্তরে ভারতের তরফ থেকে কী যায় সেদিকে চেয়ে গোটা বিশ্ব।

Share
Published by
News Desk