ফাইল : ইমরান খান, ছবি - আইএএনএস
পাকিস্তানের গুরজানওয়ালার আল্লাওয়ালা চকে তাঁর দল তেহরিক-ই-ইনসাফ-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। গুলি ইমরান খানের পায়ে লাগে।
ইমরানের শরীরে ৩ থেকে ৪টি বুলেট ঢুকেছে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ইমরান খান। ইমরানকে লক্ষ্য করে গুলি চললেও গুলিবিদ্ধ হন ইমরানের পাশে থাকা দলের অন্য কয়েকজন নেতাও।
দলীয় নেতা ফয়জল জাভেদের দাবি তিনি ইমরানের কাছেই ছিলেন। তিনি দেখেছেন একে-৪৭ বন্দুক থেকে গুলি চালানো হয়। আততায়ীকে পাকড়াও করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ইমরান খানকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলি চলার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদকে গন্তব্য করে ইমরান খানের দল যে লং মার্চ পদযাত্রা শুরু করেছে তাতেই শামিল হন ইমরান। ঠিক ছিল তিনি ও তাঁর দলের নেতা কর্মীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইসলামাবাদে পৌঁছে ধর্নায় শামিল হতেন। কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার।
পুরো ঘটনায় পাকিস্তান জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তেহরিক-ই-ইনসাফ দলের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা