World

খুন করে দেহ কোলে নিয়ে বেড়াতে চলল মা!

Published by
News Desk

ঘটনার প্রায় ৪ মাস পর গ্রেফতার হল সন্তান হত্যায় অভিযুক্ত মা। পুলিশের কাছে মহিলা স্বীকার করেছে যে তার ছেলেকে মৃত্যুর আগে সে অনেকবার আঘাত করেছিল। তারপর ছেলের দেহ নিয়ে বেড়াতে যাওয়ার জন্য ট্রেনেও চড়ে বসে সে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

পুলিশ জানিয়েছে, এই নারকীয় হত্যা কাণ্ডটি ঘটে গত ৩০ জুন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়বাসী ওই মহিলা গত ১ জুলাই নিজের সন্তানের মৃতদেহ নিয়েই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। উঠেও পড়ে শিকাগোগামী একটি ট্রেনে। নিজের মেয়েকে ট্রেনের কোণার দিকের একটি আসনে বসিয়ে রাখে ওই মহিলা। মৃত ছেলেকে এমনভাবে কাঁধে ফেলে রাখে, যেন সে ঘুমচ্ছে বলে মনে হয়।

পরিকল্পনা ঠিকঠাক চলছিল। কিন্তু শিশুটির বাবার সন্দেহ হয় যে ছেলে এতক্ষণ কেন নিস্তেজ অবস্থায় ঘুমিয়ে আছে। বিষয়টি একটু খতিয়ে দেখতে যেতেই বেরিয়ে আসে সব সত্যি। শিশুটির শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া তার বাবার ও পরিবারের সদস্যদের নজরে আসতেই ভেস্তে যায় মহিলার সব পরিকল্পনা। দ্রুত চিকিৎসক ডেকে আনে তার পরিবার। তখনই চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

ময়না তদন্তে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে দেখা গেছে, শিশুটিকে ঘুমন্ত অবস্থায় বারংবার আঘাত করা হয়েছিল। তার মুখ ও মাথা থেকে শুরু করে সারা শরীরে কালশিটে পড়ে গিয়েছিল। গুরুতর আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যায় ৬ বছরের শিশুটি।

Share
Published by
News Desk

Recent Posts