World

বিয়ের দিন ২ বন্ধুকে দেখে হেসে গড়িয়ে পড়লেন বরকনে

বিয়েতে আত্মীয় পরিজনের সঙ্গে নিমন্ত্রিত থাকেন বন্ধুরাও। সে কনের হোক বা বরের। বরের ২ কাছের বন্ধুকে দেখে বিয়ের দিন হেসে গড়িয়ে পড়লেন বরকনে।

Published by
News Desk

তাঁর বিয়েতে তাঁর ২ বন্ধুকেও নিমন্ত্রণ জানিয়েছিলেন এক যুবক। বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে হাজিরও হন ২ বন্ধু। কিন্তু তাঁদের আসতে দেখা মাত্র হেসে লুটোপুটি দিলেন বর। তাঁর হাসি থামতেই চায়না। হাসতে থাকলেন কনেও।

কিন্তু ২ বন্ধু বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন, এতে হাসার কি আছে! এটা ঠিক যে ২ বন্ধুর নিমন্ত্রণ রক্ষা করতে আসার মধ্যে কোনও হাস্যকর কিছু নেই, কিন্তু হাসিটা লুকিয়ে ছিল তাঁদের পোশাকে। কারণ ২ বন্ধুর পরনে ছিল শাড়ি। বন্ধুর বিয়েতে ২ যুবককে শাড়ি ব্লাউজে দেখে কার্যত হাসি চাপতে পারেননি বরকনে।

শিকাগো শহরে এই বিয়ের আসর বসেছিল। বর ভারতীয়। তাঁর ২ বন্ধুর মধ্যে একজন ভারতীয়, অন্যজন সাহেব। বিদেশি তরুণ পরেছিলেন সবুজ শাড়ি। ভারতীয় তরুণ পরেছিলেন নীল শাড়ি।

ওই ২ তরুণ কার্যত বিয়ের দিন সব আলোটুকু নিজেদের দিকে টেনে নিয়েছেন তাঁদের পোশাক দিয়ে। বর্তমানে পোশাক নিয়ে নানা পরীক্ষা চলে। তবে পুরুষ ও নারীর কয়েকটি পোশাক কেবল তাঁদেরই রয়ে গেছে। তেমনই একটি ভারতীয় নারীর শাড়ি। যা পুরুষরা পরবেন এমনটা এখনও ভাবাই যায়না।

যদিও কয়েকটি ফ্যাশন শো শাড়ি পুরুষের দেহে জড়িয়ে প্রথা ভাঙা ভাবনার পরিচয় দেওয়ার চেষ্টা করেছে, তবে এখনও প্রকাশ্যে পুরুষরা শাড়ি পরে ঘুরছেন এমন উদাহরণ প্রায় নেই।

সেখানে এই ২ তরুণ কিন্তু শুধু শাড়ি পরে বন্ধুর বিয়েতে চমকই দিলেন না, একটা প্রথা ভাঙা উদাহরণও তৈরি করলেন সমাজের সামনে।

Share
Published by
News Desk

Recent Posts