বাথরুম, প্রতীকী ছবি
বাথরুম হল মানুষের নিত্য ব্যবহার্য জায়গা। সেখানে এমন অনেক কিছু থাকে যা তাঁদের নিত্য ব্যবহার করতে হয়। তারমধ্যে প্রতিদিন ব্যবহার করতে হয় এমন ২টি জিনিস রয়েছে যা ছাড়া জীবন অচল। একটি হল টুথব্রাশ এবং অন্যটি শাওয়ার হেড।
দাঁত মাজার সময় টুথব্রাশ ছাড়া গতি নেই আর স্নান করার সময় অনেকেই শাওয়ার ব্যবহার করে থাকেন। এই ২টি জিনিস আপাত দৃষ্টিতে শরীরকে পরিচ্ছন্ন করতে কাজে লাগে ঠিকই, কিন্তু তাতেই লুকিয়ে থাকে নানা প্রকারের ভাইরাস।
১টা ২টো নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের একদল গবেষক বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার সময় টুথব্রাশ এবং শাওয়ার হেডে ৬০০ রকম ভাইরাসের দেখা পেয়েছেন।
প্রতিটি নমুনাতেই তাঁরা আলাদা ধরনের ভাইরাসের খোঁজ পেয়েছেন। অবশ্যই তা চিন্তার কারণ হতেই পারত। তবে একটা আশার কথাও শুনিয়েছেন বিশেষজ্ঞেরা।
তাঁরা জানাচ্ছেন, এই ভাইরাসগুলি মানুষকে তাদের নিশানা বানায় না। তাদের নিশানা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াদের সংক্রমিত করে এই ৬০০ ধরনের ভাইরাস। এদের বলা হয় ফেজ। যেহেতু তারা মানুষকে সংক্রমিত করছেনা তাই মানুষের এইসব ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ভয়টা নেই।
তবে বিশেষজ্ঞেরা এটাও জানিয়েছেন টুথব্রাশ এবং শাওয়ার হেড থেকে তাঁরা যে ৬০০ রকমের ভাইরাস পেয়েছেন, তার অনেকগুলি সম্বন্ধে তাঁদের খুব স্বল্পই জ্ঞান। এমনও অনেক ভাইরাসের দেখা তাঁরা পেয়েছেন যেগুলিকে তাঁরা এই প্রথম দেখলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা