World

সন্তানের জন্মদিন খুলে দিল মায়ের ভাগ্য, রাতারাতি হলেন কোটিপতি

সন্তানের জন্মদিন যে মায়ের ভাগ্য বদলে দিতে পারে তা এই ঘটনা না ঘটলে বোধহয় জানা যেত না। সন্তানের জন্মদিন বদলে দিল তার মায়ের ভাগ্য।

Published by
News Desk

তিনি গৃহিণী। সন্তানদের নিয়ে আর সংসার নিয়ে তাঁর দিন কেটে যায়। সন্তানদের ঘুম পাড়িয়ে দিয়ে কি করবেন ভাবছিলেন ওই মহিলা। হঠাৎ তাঁর মনে পড়ে একটা কথা। তিনি কয়েকদিন আগে একটা লটারির টিকিট কেটেছিলেন। সেটার কি হল?

তিনি অনলাইনে বার হওয়া রেজাল্ট খোলেন। তারপর যা দেখলেন তাতে তাঁর বেশ কিছুক্ষণ নিজেকেই বিশ্বাস হচ্ছিল না। কারণ যে নম্বরটি বিপুল অঙ্কের টাকা জিতেছে বলে দেখাচ্ছে সে নম্বরের টিকিট তাঁরই কেনা!

তিনি তাঁর এক সন্তানের জন্মদিনের তারিখ ধরে টিকিটটি কেটেছিলেন। ওই সন্তানের জন্মদিনের তারিখ আর তাঁর টিকিটের নম্বর এক ছিল। তাই নম্বর চিনতে তাঁর অসুবিধা হয়নি।

তাঁর সন্তানের জন্ম তারিখ কার্যত তাঁকে রাতারাতি কোটিপতি করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের বাসিন্দা ওই মহিলা জিতেছেন ১.৪ মিলিয়ন ডলার অর্থের লটারি। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১১ কোটি ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা!

এই বিপুল অঙ্কের লটারি জয় যে তাঁর সন্তানের জন্মদিনের জন্যই তিনি পেয়েছেন তা মেনে নিচ্ছেন মহিলা। তাঁকে ভাগ্যবান মা বলেই এখন গোটা আমেরিকা চিনে গিয়েছে।

একজন গৃহবধূর রাতারাতি এই বিপুল অঙ্কের অর্থ জয় এখন কাহিনির মত সকলের মুখে মুখে ঘুরছে। এই বিপুল অঙ্কের টাকা নিয়ে ওই মহিলা কি করতে চলেছেন?

এখনও তিনি তাঁর আনন্দের আবহের ঘোর থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই এখনও স্থির করে উঠতে পারেননি ওই অর্থ দিয়ে তিনি কি করবেন।

Share
Published by
News Desk

Recent Posts