Entertainment

অবশেষে রহস্য প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন মা হতে চলা বলি তারকা

তিনি মা হতে চলেছেন। কিন্তু প্রশ্ন ছিল বলিউডের অবিবাহিতা অভিনেত্রীর প্রেমিকটি কে। যিনি তাঁর সন্তানের পিতা হতে চলেছেন। অবশেষে তা প্রকাশ করলেন ইলিয়ানা।

Published by
News Desk

মা হতে চলেছেন তিনি। সেকথা গোপন করেননি বলিউডের প্রথমসারির অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সোশ্যাল মিডিয়ায় বরং ফলাও করে সেকথা জানিয়েছিলেন। কিন্তু তিনি তো অবিবাহিতা? তাহলে প্রেমিকটি কে?

সে উত্তরের জন্য দেশের মানুষ মুখিয়ে থাকলেও তাঁর হবু সন্তানের পিতাটি কে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ইলিয়ানা। যা নিয়ে কৌতূহল বেড়েই চলেছিল। অবশেষে সেই অচেনা মানুষটির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন ইলিয়ানা।

ইন্সটাগ্রাম স্টোরিতে বলিউড সুন্দরী ইলিয়ানা ডি’ক্রুজ তাঁর প্রেমিকের সঙ্গে ডেট নাইটের ছবি প্রকাশ করেছেন। যাতে ইলিয়ানাকে দেখা গেছে টুকটুকে লাল পোশাকে। তাঁকে একদম পুতুলের মত লাগছিল।

পাশেই ছিলেন কালো জামা পরা এক যুবক যাঁর মুখ জুড়ে দাড়ি। একঝলকে এ দেশিয় বলেও মনে হয়না। তবে তিনি কে? কি তাঁর নাম? কিছুই প্রকাশ করেননি ইলিয়ানা। কেবল ছবি দিয়েছেন। ছবিতে ২ জনকেই বেশ খুশি দেখিয়েছে।

এতদিন রহস্যে আবৃত রাখার পর তাঁর হবু সন্তানের পিতা সম্বন্ধে একটা আন্দাজ দিয়েও কিন্তু দিলেন না বলি তারকা। বরং হেঁয়ালিটা এখনও বজায় রাখলেন। এ যেন ক্রমশ প্রকাশ্য নীতিতে চলছেন ইলিয়ানা ডি’ক্রুজ।

ফাইল : ইলিয়ানা ডি’ক্রুজ-এর রহস্যময় সঙ্গী, ছবি – আইএএনএস

এদিকে ছবি দেখার পর অনেকেরই প্রশ্ন ওই মানুষটি কে? তার উত্তর কবে পাওয়া যাবে তা ইলিয়ানাই জানেন। এখন তাই কৌতূহল মনের মধ্যে চেপে রেখে অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk