Entertainment

জন্মদিনে বিকিনিতে ছবি, আগুন ঝরালেন ইলিয়ানা

Published by
News Desk

চোখে রোদ চশমা। মেদহীন শরীরটা যে সযত্নে লালিত তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ২ পিস বিকিনিতে আকাশি রঙ। আকাশি রঙের বিকিনিতে কালো বর্ডার। উন্মুক্ত শরীরের যতটুকু বিকিনি ঢাকতে পারে ততটুকুই কেবল ঢাকা। সব মিলিয়ে বহু মানুষের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট রূপ গড়িয়ে পড়ছে একটি মাত্র ফ্রেমে। যদিও ভিডিও। তবু ফ্রেমটা ধরে রাখা হয়েছে। ছবিটা নিজেই তুলেছেন ইলিয়ানা ডি’ক্রুজ। বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা।

৩৩ তম জন্মদিন পালন করছেন ইলিয়ানা। আর সেই উপলক্ষে ইন্সটাগ্রামে তাঁর এই বিকিনি অবতারে ভিডিওটি পোস্ট করেন তিনি। যা দেখে বহু নেটিজেন চোখ সরাতে পারেননি। তলায় তিনি লিখেছেন, শেষ বিকেলের আলতো সূর্যের আলোয় তিনি একাকী। নিজের সঙ্গেই জন্মদিন পালন। তাঁর পরনের বিকিনির কথাও উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন এই বিকিনিতে তিনি দারুণভাবে ফিট করেছেন। জন্মদিন ও হ্যালোউইন একসঙ্গে সেলিব্রেট করেছেন ইলিয়ানা।

ইলিয়ানাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান বরুণ ধাওয়ান থেকে মালাইকা অরোরা। ‘ম্যায় তেরা হিরো’ সিনেমায় বরুণ ধাওয়ানের বিপরীতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আবার ‘রেড’ সিনেমায় অজয় দেবগণের স্ত্রীর ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। আবার ‘রুস্তম’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে ছিলেন ইলিয়ানা। একের পর এক হিট সিনেমায় নজর কেড়েছেন ইলিয়ানা। কদিনের মধ্যেই তাঁকে ফের পর্দায় ফেরত পাবেন দর্শকরা। আসছে চলেছে তাঁর নতুন সিনেমা ‘পাগলপন্তি’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts