Entertainment

ফুল ভালবাসেন, কিন্তু ডেটিংয়ে যাওয়া একজন পুরুষও তাঁকে ফুল দেননি

Published by
News Desk

একাধিক পুরুষের সঙ্গে ডেটিংয়ে গেছেন তিনি। কিন্তু তাঁদের কারও মনে হয়নি যে তাঁকে ফুল দেবেন। এই আক্ষেপটা এতদিন ছিল বুকের মধ্যে। কিন্তু সেই আক্ষেপের কথা আর চেপে রাখতে পারলেন না বলিউড সুন্দরী ইলিয়ানা ডি’ক্রুজ। একটি টিভি শোতে এসে এতদিনের সেই আক্ষেপের কথা বলেই ফেললেন। ইলিয়ানা জানিয়েছেন একজন পুরুষেরও মনে হল না তাঁকে ফুল দেবেন। অথচ তিনি ভীষণ ফুল ভালবাসেন। কেবল তাঁকে তাঁর বাবা ফুল দেন।

দক্ষিণ ভারতীয় সিনেমা দিয়ে শুরু করা ইলিয়ানা এখন বলিউডে একের পর এক সফল ছবিতে অভিনয় করা নায়িকা। হাতে অনেক কাজ। সেই ইলিয়ানা কোন ৩ জনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে সবচেয়ে বেশি পছন্দ করবেন। এই প্রশ্নের উত্তর অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কাউকে চটাতে চান না তাঁরা। কিন্তু ইলিয়ানা খোলাখুলিই জানিয়েছেন নার্গিস ফাখরি তাঁর খুব কাছের বন্ধু। তাই তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তাঁর ভাল লাগে। এছাড়া অন্য ২ জন হলেন আরশাদ ওয়ারশি আর বরুণ ধাওয়ান।

বলিউডের তারকারা অনেকেই সোশ্যাল সাইটে অ্যাকটিভ থাকেন। ইন্সটাগ্রামে ছবি শেয়ার করতে থাকেন। ইলিয়ানাও করেন। তবে তিনি জানান ছবিকে ফিল্টার করা তাঁর নাপসন্দ। ফিল্টার করা ছবি বা ফটোশপ করা ছবি দিতে তিনি পছন্দ করেননা। হয়তো ইলিয়ানা নিজের রূপের বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী। ফলে তিনি মনে করেন না তাঁর ছবির ফটোশপের প্রয়োজন আছে। ফিল্টারের প্রয়োজন আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts