Entertainment

হতে চেয়েছিলেন গায়িকা, পাকেচক্রে হয়ে গেলেন নায়িকা

Published by
News Desk

জীবনের লক্ষ্য ছিল গায়িকা হিসাবে প্রতিষ্ঠা পাওয়া। কিন্তু পাকেচক্রে হয়ে গেলেন নায়িকা। একটি টিভি শোতে কথা বলতে গিয়ে একথা জানালেন বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা ইলিয়ানা ডি’ক্রুজ। মডেলিং থেকে অনেকেই অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন। অনেক অভিনেত্রীই প্রথম জীবনে মডেলিং থেকে উঠে এসেছেন। ইলিয়ানাও তেমনই কিনা সে প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি কখনই নায়িকা হতে চাননি। তিনি চেয়েছিলেন গায়িকা হতে।

তিনি গায়িকা হতে চেয়েছিলেন। গানকেই পেশা হিসাবে গ্রহণ করতে উৎসাহী ছিলেন। তবে সিনেমায় নায়িকা হয়ে ওঠা তাঁর কাছে এক আচমকা ঘটে যাওয়া ঘটনার মত। ইলিয়ানা কিন্তু তাঁর কেরিয়ার বলিউডে শুরু করেননি। তিনি সেলুলয়েডের পর্দায় আত্মপ্রকাশ করেন দক্ষিণ ভারতীয় সিনেমায়। তেলেগু সেই সিনেমার নাম ছিল দেভাদাসু। এছাড়াও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন তিনি।

দেভাদাসু সিনেমার জন্য তিনি দক্ষিণী সিনেমায় সেরা ডেবিউ-র জন্য ২০০৬ সালে ফিল্মফেয়ার পুরস্কার পান। বরফি সিনেমা দিয়ে তাঁর বলিউডে পা। তারপর একের পর এক সিনেমা ফটা পোস্টার নিকলা হিরো, রুস্তম, ম্যায় তেরা হিরো, বাদশাহো, রেড সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতি তাঁকে দর্শকদের মনে জায়গা করে দেয়। এছাড়াও বিভিন্ন সিনেমায় তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। আপাতত তিনি বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকাদের একজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts