Entertainment

সুইমস্যুটে ইলিয়ানা, ক্লিন বোল্ড বরুণ ধাওয়ান

Published by
News Desk

সোশ্যাল সাইটে একের পর এক তাঁর বলিষ্ঠ ছবি পোস্ট করে চলেছেন বলিউড সুন্দরী ইলিয়ানা ডি’ক্রুজ। ইলিয়ানার রূপে মুগ্ধ নেট দুনিয়া। আপাতত তাঁর রূপে মজে সকলে। আসছে নানা কমেন্টও। কার্যত বহু নেটিজেনই ইলিয়ানার সৌন্দর্যে ক্লিন বোল্ড হয়ে গেছেন। যে তালিকায় যুক্ত হয়েছেন ‘ম্যায় তেরা হিরো’ সিনেমায় ইলিয়ানার বিপরীতে অভিনয় করা বলিউডের প্রথমসারির নায়ক বরুণ ধাওয়ান।

ইলিয়ানা একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি একটি শ্বেতশুভ্র সুইমস্যুটে শুয়ে আছেন। তলায় তিনি লিখেছেন অপেক্ষা করছেন সূর্য ওঠার জন্য। যা দেখার পর ডেভিড পুত্র পাল্টা একটি ইমোজি দিয়েছেন কমেন্টে। একটি বিদ্যুতের ঝলকানির ইমোজি দিয়েছেন তিনি। ইলিয়ানার রূপকে বিদ্যুতের ঝলকের সঙ্গে তুলনা করার চেষ্টা করেছেন বরুণ।

তবে শুধু বরুণ ধাওয়ান বলেই নয়, ইলিয়ানার ওই ছবিতে ইমোজি দিতে সময় নেননি মালাইকা অরোরাও। তিনি আবার বেশ কয়েকটা আগুনের ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। যেন রূপে ঝলসে দিচ্ছেন ইলিয়ানা। সামনেই আসতে চলেছে ইলিয়ানার নতুন সিনেমা ‘পাগলপন্তি’। যেখানে ইলিয়ানার সঙ্গে ওই সিনেমায় থাকছেন অনিল কাপুর ও জন আব্রাহাম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts