১৩৭টি টিশার্ট গায়ে চড়িয়ে দে ছুট, হার মানতে না পেরে এমন কাণ্ড করলেন এক ব্যক্তি
তাঁর পরনে ১৩৭টি টিশার্ট। সেগুলো গায়ে চড়িয়ে দে ছুট। হার মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি। তাই এই কাণ্ড করলেন তিনি।
গায়ে ১টার বেশি ২টো টিশার্ট একসঙ্গে পরলেই একটা অস্বস্তি হয় অনেকের। সেখানে কিনা ১৩৭টা টিশার্ট! তাও আবার একটার ওপর আর একটা! এভাবে একের পর এক চড়িয়ে গেছেন টিশার্ট। আর সেভাবেই ১৩৭টি পর্যন্ত টিশার্ট একটার ওপর আর একটা করে পরে ফেলেন তিনি।
এ তো গেল টিশার্ট পরা। এবার এই ১৩৭টি টিশার্ট গায়ে চড়ানোর পর দৌড় শুরু করেন তিনি। একটি হাফ ম্যারাথন এ ছুটে তিনি পুরো পথ অতিক্রমও করেন। ১৩৭টি টিশার্ট পরেছিলেন পরনে। যার ওজন ছিল প্রায় ২২ কেজি।
এই ২২ কেজি গায়ে চড়িয়ে একটা হাফ ম্যারাথন ছোটা যে মুখের কথা নয় তা সকলেরই অনুমেয়। এটা অবশ্য তিনি একদিনে করেননি। দীর্ঘদিনের পরিশ্রমে এই সাফল্য আসে তাঁর। অবশ্য এই অধ্যবসায়ের পিছনে ছিল হারের যন্ত্রণা।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো-র বাসিন্দা ডেভিড রাশ ২০১৯ সালে এমনই একটি ম্যারাথনে ১১১টি টিশার্ট পরে ছুটেছিলেন। সেটাই ছিল বিশ্বরেকর্ড। যা নিয়ে তিনি খুশি ছিলেন।
কিন্তু হাফ ম্যারাথনে ১২৭টি টিশার্ট পরে অন্য একজন ছুটে ডেভিডের রেকর্ড ভেঙে দেন। বিশ্বরেকর্ড করেও সেটা হারানোর যন্ত্রণা তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি পরিশ্রম শুরু করেন। অনুশীলন শুরু করেন।
১২৭টি টিশার্ট পরে ছোটার রেকর্ড ভেঙে নিজের নাম আবার ১ নম্বরে দেখতে চান তিনি। অবশেষে তাঁর স্বপ্ন সফল হল। ১৩৭টি টিশার্ট পরে আইডাহোতে হাফ ম্যারাথন ছুটে ডেভিড তাঁর হারানো রেকর্ড ফেরত পেলেন।













