World

বরফে ঢাকা দেশে পারদ পৌঁছল ২০ ডিগ্রিতে, আবহাওয়ার পাগলামি বলছেন আবহবিদেরা

তাজ্জব ঘটনা বললেও কম বলা হয়। সাধারণ ঠান্ডার দেশ নয়। বরফের রাজ্যে ভরা শীতে পারদ পৌঁছে গেল ২০ ডিগ্রিতে। যা কার্যত বিশ্বাস করতে পারছেন না আবহবিদেরাও।

এ দেশটি পৃথিবীর উত্তর প্রান্তের অন্যতম বাসযোগ্য দ্বীপরাষ্ট্র। যা সুমেরুর খুব কাছে অবস্থিত। ফলে সেখানে ঠান্ডা থাকাটাই স্বাভাবিক। উষ্ণ প্রস্রবণ অনেক থাকায় এখানে চাষবাস করা সম্ভব হয়। আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের কারণে এই দেশটি এখনও মানুষের বাসযোগ্য আবহাওয়া পায়। সুমেরুর মত সম্পূর্ণ বরফের তলায় চলে যায়নি। তবে সুমেরুর খুব কাছে থাকা এই রাষ্ট্রে শীতের দিনে বরফও পড়ে। ঠান্ডাও থাকে প্রবল।

সেই আইসল্যান্ডে বড়দিনের দিন মধ্যরাতে তাপমাত্রা ছুঁয়েছে ১৯.৭ ডিগ্রি। আইসল্যান্ডের বাকাগেরোই এলাকায় বড়দিনের দিন মধ্যরাতে পারদ পৌঁছেছিল ১৯.৭ ডিগ্রিতে। কলকাতাতেও তার চেয়ে কম ছিল। এমন ঘটনা আবহবিদদেরও চমকে দিয়েছে। তাঁরাও বুঝে উঠতে পারছেন না এ কোন খেলায় মেতেছে বিশ্বের আবহাওয়া।

আইসল্যান্ডে জুলাই মাসের গরমে যে গড় তাপমাত্রা থাকে তার চেয়েও ১০ ডিগ্রি বেশি ছিল প্রবল ঠান্ডায় মাঝরাতে বাকাগেরোই এলাকার পারদ। এ কোন ভবিষ্যতের ইঙ্গিত সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে আবহবিদদের কাছে।

অনেক আবহবিদ এই পারদ চড়াকে শুধু অস্বাভাবিক নয়, কার্যত আবহাওয়ার পাগলামি বলে ব্যাখ্যা করেছেন। আইসল্যান্ডের আবহাওয়ার ইতিহাসে এমন আজব ঘটনা এর আগে কখনও ঘটেনি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

এমনকি বিশ্ব জলবায়ু ইতিহাসেও এ এক ভয়ংকর ঘটনা বলেই মনে করছেন তাঁরা। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য বিশ্ব উষ্ণায়নকেই কাঠগড়ায় চাপাচ্ছেন আবহবিদেরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *