Feature

পৃথিবীর একমাত্র দেশ যেখানে একটাও মশা নেই, সকলের খুব চেনা দেশ

গোটা পৃথিবীই মশা থেকে অতিষ্ঠ। মশা বাহিত রোগে হিমসিম খেতে হয় মানুষকে। জীবনও যায়। কেবল সেসব চিন্তা নেই পৃথিবীর একটিমাত্র দেশের।

Published by
News Desk

মশা শব্দটা একটা আতঙ্কের নাম হয়ে উঠেছে পৃথিবীজুড়ে। কারণ মশা কেবল একটি রোগ বহন করেনা, একের পর এক রোগের কারণ মশা। তারমধ্যে যেমন রয়েছে ম্যালেরিয়া, তেমনই চিকুনগুনিয়া, আবার তেমনই ডেঙ্গি।

এগুলি এমন সব রোগ যা নিয়মিত মানুষের প্রাণ কেড়ে নেয়। নানা শারীরিক সমস্যারও কারণ হয়। মানুষকে হাসপাতালেও পৌঁছে দেয়। ফলে মশা এক চিন্তার নাম পৃথিবীর সব দেশেই। কিন্তু এই পৃথিবীতেই এমন একটি দেশ রয়েছে যেখানে একটিও মশা নেই। দেশটির নাম সকলের জানাও।

কেন এই দেশটিতে মশা নেই তা এখনও নিশ্চিত করে বলা যায়না। বিশেষজ্ঞেরাও বলতে পারেননা। তবে মনে করা হয় ওই দেশের জল এবং মাটির মিশ্রণে এমন কোনও রাসায়নিকের উপস্থিতি রয়েছে যা মশা বাঁচার উপযুক্ত নয়।

এছাড়া দেশটি এতটাই ঠান্ডা যে সেখানে মশার বংশবৃদ্ধি মুশকিল। দেশটি আইসল্যান্ড। এই আইসল্যান্ড হল বিশ্বের একমাত্র সেই দেশ যে দেশে দূরবীন নিয়ে খুঁজলেও একটা মশার দেখা মিলবে না।

মশা না থাকা অবশ্যই সে দেশের মানুষকে অনেকটা নিশ্চিন্ত করেছে। অন্তত তাঁদের ম্যালেরিয়া, চিকুনগুনিয়া বা ডেঙ্গি আক্রান্ত হওয়ার ভয়টা নেই।

তবে পরিবেশবিদরা মনে করছেন আইসল্যান্ডের এই মশাহীন নিশ্চিন্ততা কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে। যেভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে তাতে আইসল্যান্ডে আগামী দিনে মশা ছড়িয়ে পড়লে অবাক হবেন না তাঁরা।

Share
Published by
News Desk
Tags: Iceland