Categories: Sports

জট কাটল, ভারতে আসছে পাক দল

Published by
News Desk

অবশেষে জট কাটল। পাকিস্তানের পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে ভারতে আসার অনুমতি দিল নওয়াজ শরিফ সরকার। পাক সরকারের তরফে এদিন তাদের ভারতে আসায় সবুজ সংকেত দেন দেশের অভ্যন্তরীণমন্ত্রী চৌধুরি নিসার।

পাক দলের নিরাপত্তা নিয়ে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক, পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুলিশের কাছ থেকে সন্তোষজনক আশ্বাস পাওয়ার পরই নওয়াজ সরকার তাদের ভারতে পা রাখার অনুমতি দিয়েছে বলে জানান নিসার। পাক সরকারের তরফে ছাড়পত্র পাওয়ার পর আর আফ্রিদিদের ভারতে আসা নিয়ে আর কোনও বিভ্রান্তি রইল না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।সম্ভবত শনিবারই ভারতে আসতে চলেছে পাক দল।

Share
Published by
News Desk

Recent Posts