Categories: Sports

কাটল জট, ভারতে আসছে পাক দল

Published by
News Desk

সব জল্পনার অবসান। পাক দলের ভারতে আসা নিয়ে কেটে গেল যাবতীয় জটিলতা। এদিন বিকেলে পাক ক্রিকেট বোর্ডের তরফে আফ্রিদিদের ভারতে খেলতে আসার কথা ঘোষণা করা হয়। ফলে আগামী ১৯ মার্চ ইডেনে ভারত পাক ম্যাচ ঘিরে আর কোনও  অনিশ্চয়তা থাকল না। ধর্মশালা নিয়ে সমস্যা মিটলেও পাকিস্তানের ভারতে খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা বৃহস্পতিবার সকালেও বজায় ছিল।  ইডেনে ম্যাচ হলেও পাক দল ভারতে সুরক্ষিত নয় বলেই মনে করছিল পাকিস্তান সরকার।

পাক স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এদিন সাফ জানান হয় পাক দলের সুরক্ষা নিয়ে ভারত সরকারের তরফ থেকে লিখিত আশ্বাস না পেলে তারা ভারতে দল পাঠাবে না। সেক্ষেত্রে প্রয়োজনে তারা টি-২০ বিশ্বকাপে অংশই নেবে না। যদিও সেই অবস্থান থেকে বিকেলে সরে আসে তারা।

Share
Published by
News Desk

Recent Posts