Categories: Sports

পাকিস্তানের খেলতে আসায় অনিশ্চয়তার মেঘ

Published by
News Desk

ধর্মশালা নিয়ে সমস্যা মিটলেও পাকিস্তানের ভারতে খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল। ইডেনে ম্যাচ হলেও পাক দল ভারতে সুরক্ষিত নয় বলেই মনে করছে পাকিস্তান সরকার।

পাক স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এদিন সাফ জানান হয়েছে পাক দলের সুরক্ষা নিয়ে ভারত সরকারের তরফ থেকে লিখিত আশ্বাস না পেলে তারা ভারতে দল পাঠাবে না। সেক্ষেত্রে প্রয়োজনে তারা টি-২০ বিশ্বকাপে অংশই নেবে না। যদিও গত বুধবার আইসিসি ইডেনে ম্যাচ সরিয়ে আনার পর পাক ক্রিকেট বোর্ডের তরফে দল আসা নিয়ে সবুজ সংকেতই দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারই ভারতে পা রাখার কথা ছিল আফ্রিদি ব্রিগেডের। কিন্তু পাক স্বরাষ্ট্রমন্ত্রকের ফরমানে‌র পর ফের গভীর অনিশ্চয়তায় ঢেকে গেল পাকিস্তানের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ।

Share
Published by
News Desk

Recent Posts