Categories: Sports

জয় দিয়ে শুরু করল পাকিস্তান

Published by
News Desk

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের খাতা খুলল পাকিস্তান। এদিন তাদের পছন্দের ইডেন গার্ডেন্সে ৫৫ রানে বাংলাদেশকে হারিয়ে দেয় আফ্রিদি বাহিনী। টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রানের বড় ইনিংস খেলেন পাক ব্যাটসম্যানেরা। ২০২ রানের পাহাড় প্রমাণ লক্ষমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। বড় রান তাড়া করার চাপ। তাই কিছুটা জোর করেই রান তোলার পথে হাঁটতে গিয়ে উইকেট হারাতে থাকে তারা। বাংলাদেশ ব্যাটিংয়ে এদিন একমাত্র পাওনা সাকিব উল হাসানের অপরাজিত হাফ সেঞ্চুরি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৪৬ রান। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

Share
Published by
News Desk

Recent Posts