Sports

কিউয়িদের উড়িয়ে সেমিফাইনালে ভারত, সামনে অস্ট্রেলিয়া

Published by
News Desk

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। যে জিতবে সেই সেমিফাইনালে। এই অবস্থায় ব্যাট করতে নেমে দ্রুত ২টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু তারপরই শুরু হয় আসল খেলা। দুরন্ত ফর্মে থাকা অধিনায়ক মিতালি রাজ আর হরমনপ্রীত কউর-এর ব্যাট কামাল দেখাতে শুরু করে। অন্যদিকে হরমনপ্রীত ৬০ রান করে প্যাভিলিয়নে ফিরলে বেদা কৃষ্ণমূর্তির সঙ্গে জুটি বেঁধে রানের গতি ধরে রাখেন মিতালি। শেষ পর্যন্ত ১০৯ রান করে আউট হন মিতালি। বেদা আউট হন ৭০ রান করে। কিন্তু এই ত্রয়ীর ব্যাটিং ঝড় ততক্ষণে ভারতকে বড় রানে পৌঁছে দিয়েছে। ফলে ভারতের ৩ জন ব্যাটসম্যান ০ রানে আউট হলেও তাতে ক্ষতি বিশেষ হয়নি। ২৬৫ রানে ৫০ ওভার শেষ করে ভারত।

২৬৬ করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন নিউজিল্যান্ডের মেয়েরা। ২৬ ওভারের মধ্যে গোটা টিমটা আউট হয়ে প্যাভিলিয়নে যখন ফিরছে তখন কিউয়িদের স্কোর মাত্র ৭৯ রান। ভারতের রাজেশ্বরী গায়কোয়ারের বিধ্বংসী বোলিংয়ের সামনে খড়কুটোর মত উড়ে যায় কিউয়ি ব্যাটিং লাইনআপ। মাত্র ১৫ রান দিয়ে ৫ উইকেট নেন রাজেশ্বরী। যদিও ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ১০৯ রান করা মিতালি রাজ। সেমিফাইনালে ওঠা ভারতের সামনে এবার অস্ট্রেলিয়া। আগামী ২০ জুলাই ডার্বিতে মুখোমুখি হবে দুই দল।

Share
Published by
News Desk

Recent Posts