Sports

শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত

Published by
News Desk

মহিলা বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। বুধবার ডার্বির মাঠে শ্রীলঙ্কাকে হারালেন মিতালি রাজের মেয়েরা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি। ব্যাট করতে নেমে ডিবি শর্মা (৭৮) ও মিতালি রাজের (৫৩) দুরন্ত ইনিংসে ভর করে ভারত ৫০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে করে ২৩২ রান।

২৩৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে শুরুতে ভালই ব্যাট করছিলেন হংসিকা, জায়ানগানি, সিরিওর্ধনেরা। তবে রান তোলার গতি ছিল কিছুটা কম। সেটাও পুষিয়ে দেন সুরঙ্গিতা। মাত্র ৭৫ বল খেলে দুরন্ত ৬১ রান করে দলকে জয়ের দিকে অনেকটাই টেনে নিয়ে যান তিনি।

কিন্তু তারপরের শ্রীলঙ্কা ব্যাটিং লাইনআপ সেভাবে লড়াই দিতে পারেনি। ফলে ৭ উইকেট হারিয়ে ২‌১৭ রানেই শেষ হয়ে যায় নির্ধারিত ৫০ ওভার। এদিন ভারতের হয়ে তেমন সফল হতে পারেননি ভারতের ঘূর্ণিকুইন একতা বিস্ত। তবে ঝুলন গোস্বামী ও পুনম যাদবের দারুণ বোলিংয়ের সামনে রানের গতি মন্থর হয়ে যায় শ্রীলঙ্কার।

Share
Published by
News Desk

Recent Posts