Sports

নারী দিবসে অজি কাঁটায় জয় অধরা রইল ভারতীয় নারীবাহিনীর

Published by
News Desk

মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত দাপটেই পৌঁছেছিলেন ভারতীয় মহিলা বাহিনী। কিন্তু ফাইনালে পৌঁছনো আর ফাইনাল জেতার মধ্যে বিস্তর ফারাক আছে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত নাস্তানাবুদ হতে হল ওমেন ইন ব্লু-কে। ফাইনালে অজিবাহিনী এদিন দাঁড়াতেই দিল না ভারতকে। ৮৫ রানে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ী হল তারা।

মেলবোর্নের এমসিজিতে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ২ ওপেনারই ম্যাচের ভাগ্য লিখে দেন। হিলি ৭৫ রান করে ফেরেন। যারমধ্যে ৫টা ছক্কা হাঁকান তিনি। মুনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৭৮ রান। ১০টি চার মারেন তিনি। সেইসঙ্গে ব্যাটিং লাইনআপের একটা দিক ধরে রাখেন শেষ পর্যন্ত। ভারতের কোনও বোলারই এদিন অস্ট্রেলিয়ার আগুনে ব্যাটিংকে সামাল দেওয়ার অবস্থায় ছিলেননা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া।

বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং এদিন তাসের ঘরের মত ভেঙে পড়ে। দীপ্তি শর্মার ৩৩ রান বাদ দিলে ভারতের আর কারও রান উল্লেখযোগ্য হয়নি। ৭ জন ব্যাটসম্যান ২ অঙ্কে পৌঁছতে পারেননি। ১ জন ০, ২ জন ১, ২ জন ২ এবং ১ জন ৪ রান করে ফেরেন। ১৯.১ ওভারে মাত্র ৯৯ রান করে সব উইকেট পড়ে যায় ভারতের। অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিং আক্রমণ ঠেকানোর কোনও অস্ত্রই ভারতীয় ব্যাটসম্যানদের হাতে ছিলনা। ৮৫ রানে ম্যাচ হারে তারা। হিলি হন ম্যাচের সেরা।

Share
Published by
News Desk

Recent Posts