Sports

প্রকাশ্যে এল বিশ্বকাপ ক্রিকেটের থিম সং স্ট্যান্ড বাই

Published by
News Desk

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে চলেছে ইংল্যান্ডে। তার আগে বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল থিম সং প্রকাশ করল আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। থিম সংটিতে গলা লোরিন-এর আর বাজনা সঙ্গত ব্রিটেনের অন্যতম সেরা মিউজিক্যাল গ্রুপ রুডিমেন্টালের। লোরিন ও রুডিমেন্টালের যৌথ প্রচেষ্টায় তৈরি বিশ্বকাপ ক্রিকেটের থিম সং ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। ইন্টারনেটে অনেকেই ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই গানের ভিডিও। গানের নাম দেওয়া হয়েছে ‘স্ট্যান্ড বাই’।

বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে এখনও প্রায় ২ সপ্তাহ বাকি। তার আগেই বিশ্বকাপের অফিশিয়াল থিম সং কিন্তু রীতিমত সাড়া জাগাল। বিশ্বকাপ জুড়েই বিভিন্ন জায়গায় বাজবে এই গান। গানের তালে আর ক্রিকেটের অমোঘ টানে ক্রিকেটমোদী মানুষ মেতে উঠবেন।

বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে আগামী ৩০ মে, বৃহস্পতিবার। চলবে ১৪ জুলাই, রবিবার পর্যন্ত। মোট ৪৮টি ম্যাচ খেলা হবে এই দেড় মাসে। ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের আসর। প্রথম খেলা ওভালে। ফাইনাল হবে লন্ডনের লর্ডস-এ। মোট ১০টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts