Sports

এবার বিশ্বকাপ ক্রিকেটে চমকে দেওয়ার মত পুরস্কার মূল্য

Published by
News Desk

বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে চলেছে ইংল্যান্ড ও ওয়েলসে। মোট ১০টি দেশ এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে কাপ জয়ের লক্ষ্যে। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়বে না। বিশ্বকাপের এই টানটান আসরের পুরস্কার মূল্য কেমন হবে তা ঘোষণা করল আইসিসি। একদিনের ম্যাচের এই বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য থাকছে ১০ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭০ কোটি ৩৪ লক্ষ টাকার কিছু বেশি।

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার পুরস্কার মূল্য। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৮ কোটি ১৩ লক্ষ টাকার কিছু বেশি। সঙ্গে বিশ্বকাপের ট্রফি তো রয়েছেই। দ্বিতীয় স্থানাধিকারী দল পাবে ২ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়াবে ১৪ কোটি টাকার কিছু বেশি। এছাড়া সেমিফাইনালিস্ট ২টি দল যারা সেমিফাইনালে হেরে বিদায় নেবে তাদের জন্য থাকছে ৮ লক্ষ ডলার করে পুরস্কার। ভারতীয় মুদ্রায় ৫ কোটি ৬২ লক্ষের কিছু বেশি।

ক্রিকেট বিশ্বকাপের আসরে এখনও পর্যন্ত এত বিশাল অঙ্কের পুরস্কার মূল্যের প্রতিযোগিতা হয়নি। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপ রেকর্ড গড়তে চলেছে। এবার লিগ পর্যায়ে যে ম্যাচগুলি হবে সেখানেও প্রতিটি জয়ী দলের জন্য থাকছে পুরস্কার। মে মাসের ৩০ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের জন্য লড়াই। মোট ১১টি মাঠে অনুষ্ঠিত হবে খেলাগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts