Sports

পাকিস্তানের মাঠে বাজল ভারতের জাতীয় সঙ্গীত, অবাক অস্ট্রেলিয়া

ভারতকে কি চোখে হারাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মজা করে এমনও বলছেন সকলে। পাকিস্তানের মাঠে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। অবাক হয়ে গেল অস্ট্রেলিয়া।

Published by
News Desk

পাকিস্তানের মাঠ। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম। অনেক ক্রিকেট ম্যাচের সাক্ষী এই মাঠ। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা শুরু হচ্ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে।

রীতি হল খেলা শুরুর আগে ২ দলের খেলোয়াড়েরা মাঠে সারি দিয়ে দাঁড়াবেন। ২ দলেরই দেশের জাতীয় সঙ্গীত বেজে উঠবে। তারপর শুরু হবে খেলা।

সেইমত প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। তারপর সেটা থামার পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা প্রস্তুত ছিলেন তাঁদের জাতীয় সঙ্গীতে গলা মেলানোর জন্য।

কিন্তু একি কাণ্ড! অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত নয়, মাঠে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন। সাময়িকভাবে হতভম্ব হয়ে যান অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। বুঝেই উঠতে পারেননা কি হচ্ছে!

মাঠে তো ভারত নেই। এমনকি পাকিস্তানে ভারত কোনও ম্যাচ খেলবেই না। অথচ প্রতিযোগিতার আয়োজক দেশ পাকিস্তান তার দেশের মাঠে সেই ভারতের জাতীয় সঙ্গীতই বাজিয়ে দিল।

যদিও ভারতের জাতীয় সঙ্গীত টানা বাজেনি। ভুল বুঝতে পেরে দ্রুত তা বন্ধ করা হয়। তারপর চালানো হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। কিন্তু ওই সামান্য ভুলেই এখন ইন্টারনেট জুড়ে হাসির ফোয়ারা।

পাকিস্তানের এমন ভুল নিয়ে নানা টিপ্পনী চলছে। এমনকি অনেকে তো বলছেন পাকিস্তান ভারতকে নাকি তাদের মাঠে চোখে হারাচ্ছে। প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের ম্যাচ পাকিস্তানে খেলছে না। খেলছে দুবাইতে। সেখানেই প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে তারা। এবার খেলা পাকিস্তানের বিরুদ্ধে।

Share
Published by
News Desk

Recent Posts