Sports

খেলে নয়, বাইরের শক্তির জোরে ফাইনালে পাকিস্তান, দাবি প্রাক্তন পাক অধিনায়কের

Published by
News Desk

মাঠে ভাল খেলে নয়, মাঠের বাইরের কোনও শক্তিই পাকিস্তানকে ফাইনালে পৌঁছে দিয়েছে। তাই সরফরাজের দলের আনন্দে ওড়ার কোনও কারণ নেই। পাকিস্তান দলকে তারা নয়, বাইরের শক্তি ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ফাইনালে ওঠাকে খোলাখুলি সমালোচনা করে এর পিছনে বেটিং চক্রের ইঙ্গিত দিলেন প্রাক্তন পাক ক্যাপ্টেন আমির সোহেল। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আমিরের এভাবে সরাসরি ম্যাচ ফিক্সিংয়ের জোরে ফাইনালে ওঠার দাবি নিয়ে ইতিমধ্যেই পাক ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছে। পাক দলকে উদ্দেশ্য করে আমির বলেন, ভাল খেললে অবশ্যই তাঁরা বর্তমান পাক দলকে অভিনন্দন জানাবেন, আর ভাল না খেললে সমালোচনাও করবেন। কারণ তাঁর মতে পাকিস্তান দলের এত ওড়া উচিত নয়। কারণ সকলেরই জানা তারা ফাইনাল পর্যন্ত খেলে আসেনি, বরং তাদের নিয়ে আসা হয়েছে। যদিও সমালোচনার ঝড় উঠলে পরে ম্যাচ গড়াপেটার অভিযোগ অস্বীকার করেছেন আমির।

 

Share
Published by
News Desk

Recent Posts