World

মারিয়ার দাপটে তছনছ পুয়ের্তো রিকো

Published by
News Desk

গত ৮০ বছরে এমন ভয়ংকর ঝড় দেখেনি পুয়ের্তো রিকো। ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়া ঝড় দানবের মত তছনছ করে দিল সবকিছু। সঙ্গে প্রবল বৃষ্টি। ইতিমধ্যেই ১০ জনের প্রাণ কেড়েছে এই ভয়ংকর হ্যারিকেন। পুয়ের্তো রিকোকে তছনছ করার পর ক্যাটাগরি ফোর ঝড় মারিয়ার এবার টার্গেট ডমিনিকান রিপাবলিক।

এদিকে পুয়ের্তো রিকোর বহু বাড়ির কমবেশি ক্ষতি হয়েছে। অনেক বাড়ির চাল উড়ে গেছে। অগুন্তি গাছ উপড়ে পড়েছে। বহু বাড়িতে বিদ্যুৎ নেই। অনেক রাস্তা দিয়ে বন্যার মত বইছে জলস্রোত। রাস্তা শুনশান। রাজপথ জুড়ে পড়ে আছে ভাঙা ডালপালা, টিনের চাল, ল্যাম্পপোস্ট। যেসব ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা দেখেই অনেকে শিউরে উঠছেন। ‌যাঁরা ওই অবস্থার মধ্যে পড়েছিলেন তাঁদের অবস্থা ভেবেই আঁতকে উঠেছেন অনেকে।

Share
Published by
News Desk