World

ফ্লোরিডায় আছড়ে পড়ল ‘ইরমা’, তাণ্ডবে গৃহবন্দি লক্ষ লক্ষ মানুষ

Published by
News Desk

অবশেষে ফ্লোরিডায় আছড়ে পড়ল ক্যাটাগরি ৪ হ্যারিকেন ‘ইরমা’। ফ্লোরিডার পশ্চিম প্রান্ত দিয়ে স্থলভূমিতে প্রবেশ করা ইরমার তাণ্ডবে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ লক্ষ বাসিন্দার বাড়ি বিদ্যুৎহীন। বিদ্যুতের অধিকাংশ খুঁটি উপড়ে গেছে। অজস্র গাছ উপড়ে পড়েছে। বহু বাড়ির ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে।

স্থানীয় সময় সকালে আছড়ে পড়া এই দানব ঝড়ে ফ্লোরিডার একটা বড় অংশ তছনছ হয়ে গেছে। ধ্বংসের চেহারা দেখে প্রশাসনের ধারণা ফের ফ্লোরিডাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে এক সপ্তাহের বেশি লেগে যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রশাসনের কাছে এখনও পরিস্কার নয়। ৫৬ লক্ষ মানুষকে আগেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদেরও ফের ঘরে ফিরতে সময় লাগবে। ফ্লোরিডার দ্বীপগুলির অবস্থা অতি ভয়ংকর। সেখানে ঠিক কী পরিস্থিতি তাও কেউ জানতে পারছে না।

এদিকে সকালে আছড়ে পড়া শতাব্দীর অন্যতম ভয়ংকর ঝড় ইরমা যতই স্থলভূমিতে প্রবেশ করেছে ততই দুর্বল হয়েছে। পরে তা শক্তি হারিয়ে ক্যাটাগরি ২ ঝড়ে পরিণত হয়। ধেয়ে যায় ট্যাম্পা উপসাগরীয় এলাকার দিকে। কিন্তু ততক্ষণে যা ধ্বংসলীলা চালানোর তা সম্পূর্ণ করেছে সে।

Share
Published by
News Desk