Entertainment

পরিচালক দীপা, হুমার আনন্দ আর ধরছে না

Published by
News Desk

দীপা মেহতার মত পরিচালকের সঙ্গে কাজ করতে পারার আনন্দ বলে বোঝাতে পারছেন না অভিনেত্রী হুমা কুরেশি। ওয়েব সিরিজ ‘লেইলা’-তে অভিনয় করছেন হুমা। নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজের পরিচালনা করছেন দীপা মেহতা। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সেট থেকে তোলা একটি ছবি পোস্ট করেছেন হুমা। ছবিতে দীপা মেহতার সঙ্গে তাঁকে ও তাঁর মাকে দেখা গেছে।

ছবির সঙ্গে হুমা লিখেছেন তিনি তাঁর আনন্দ কথায় প্রকাশ করতে পারছেননা। লেইলা-তে হুমার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ সূর্যনারায়ণ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Huma Qureshi

Recent Posts