Entertainment

এবার হলিউডে পাড়ি দিলেন হুমা কুরেশি

Published by
News Desk

হলিউডের উদ্দেশে উড়ে গেলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। হলিউডের বিখ্যাত পরিচালক জ্যাক স্নাইডার তৈরি করছেন নেটফ্লিক্সের জন্য সিনেমা ‘আর্মি অফ দ্যা ডেড’। সেই সিনেমায় অভিনয় করছেন হুমা। অতীতে যে ধরনের ভাল ভাল সিনেমা জ্যাক তৈরি করেছেন তাতে তাঁর সঙ্গে কাজ করতে পারা একটা বড় পাওনা বলে মনে করছেন হুমা। এছাড়া তিনি মনে করেন এখন অভিনেতা অভিনেত্রীরা নতুন কিছু করার চেষ্টা করছেন। প্রতি সিনেমায় নতুন কিছু। সেই চেষ্টাই করবেন তিনি।

মার্কিন নগরী লাস ভেগাস। এমন শহর যেখানে নাকি কেউ ঘুমোয় না। সদালাস্যের এই স্বপ্নের শহরে জন্ম নেয় জোম্বি। ক্রমশ তারা বাড়তে থাকে। অন্য মানুষকে কামড়াতে পারলে তিনিও জোম্বি হয়ে যাবেন। এটাই জোম্বি। সেভাবে ক্রমশ বাড়তে থাকে জোম্বির সংখ্যা। এই নিয়েই জমে ওঠে সিনেমা। এই নিয়েই ‘আর্মি অফ দ্যা ডেড’। জোম্বি নিয়ে সিনেমায় সিদ্ধহস্ত জ্যাক। ফলে তাঁর কাছ থেকে ভাল কিছুই আশা করছেন সকলে। ভারতবাসীর জন্য উপরি আকর্ষণ থাকবেন হুমা কুরেশি।

হুমা জানিয়েছেন, তাঁর এই সিনেমায় সুযোগ পাওয়াটা খুব অদ্ভুত। তাঁর নিজের একটি কাজে তিনি লস অ্যাঞ্জেলস গিয়েছিলেন। সেখানে তাঁকে জানানো হয় এই সিনেমাটা তৈরি হতে চলেছে। তিনি কী সিনেমাটির অডিশনে অংশ নিতে চান? হুমা রাজি হয়ে যান। সেদিনটা ছিল শুক্রবার। হাজির হন অডিশনে। সেখানে তিনি নির্বাচিতও হন। বাকিটা এখন সিনেমা শুরুর অপেক্ষা। তিনি নিজেই জানিয়ে গেলেন এই সিনেমায় নিজেকে উজাড় করে অভিনয় করতে তৈরি হুমা।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে এখন যথেষ্ট পরিচিত মুখ। দীপিকা পাড়ুকোনকেও উইন ডিজেলের মত অভিনেতার বিপরীতে হলিউড সিনেমায় কাজ করতে দেখা গেছে। তারও আগে ঐশ্বর্য রাইকে হলিউডে কাজ করতে দেখা গেছে। ফলে ভারতীয় সুন্দরীরা হলিউডে বিভিন্ন সময়ে কাজ করেছেন। সাফল্যের সঙ্গে কাজ করেছেন। সেই তালিকায় নতুন নাম হুমা কুরেশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Huma Qureshi

Recent Posts