Entertainment

হৃতিকের জীবনে ফের আইনি জটিলতার কালো ছায়া?

Published by
News Desk

এখন সাংসারিক জটিলতা কিছুটা কাটিয়ে উঠেছেন বলিউড তারকা হৃতিক রোশন। তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে নতুন করে জমাট বাঁধতে শুরু করেছে সম্পর্ক। এই অবস্থায় ফের আইনি জটিলতায় জড়ালেন হৃতিক। শোনা যাচ্ছে চেন্নাইয়ের এক ব্যক্তি হৃতিকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। ওই স্টকিস্টের অভিযোগ, হৃতিক তাঁর সঙ্গে ২১ কোটি টাকার প্রতারণা করেছেন। ৪২০ নম্বর ধারায় হৃতিকের বিরুদ্ধে মামালা দায়ের হয়েছে। তবে এ নিয়ে কোনও মন্তব্য করেননি হৃতিক রোশন।

প্রাক্তন স্ত্রী সুজান খানকে আবার বিয়ে করতে চলেছেন হৃতিক রোশন। বর্তমানে এটাই গুঞ্জন বলিউডের। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটানো থেকে ইদের পার্টি, সর্বত্রই দেখা যাচ্ছে তাঁদের একসঙ্গে। শোনা যাচ্ছে ২ ছেলে রেহান ও হৃদানের জন্যই নাকি সবকিছু। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ঝামেলার সময়ও হৃতিকের পাশে ছিলেন সুজান। বর্তমানে ‘সুপার ৩০’-র শুটিং নিয়ে ব্যস্ত হৃতিক। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু এই আর্থিক প্রতারণার অভিযোগ হৃতিকের জীবনে নতুন এক আইনি জটিলতা নিয়ে আসতে চলেছে কী? উত্তর দেবে সময়।

Share
Published by
News Desk

Recent Posts