Entertainment

কহো না পেয়ার হ্যায় সিনেমার বিখ্যাত নাচ নয়, কোনগুলো হৃতিকের পছন্দের নাচ

কহো না পেয়ার হ্যায় সিনেমায় যে নাচের ভঙ্গিতে হৃতিক রোশন নেচেছিলেন তা তাঁরই নাচ হয়ে গেছে। কিন্তু হৃতিকের নিজের পছন্দের তালিকাতেই নেই এই নাচ।

Published by
News Desk

কহো না পেয়ার হ্যায় সিনেমায় আত্মপ্রকাশেই গোটা দেশের নজর কেড়ে নেন হৃতিক রোশন। সেই সিনেমায় একটি নাচের ভঙ্গি এতটাই জনপ্রিয় হয় যে এখনও কেউ যদি হৃতিকের নাচের ভঙ্গি নকল করে দেখাতে চান তাহলে সেই নাচের ভঙ্গিটিকেই বেছে নেন।

হৃতিক মানেই যেন ওই নাচের বিশেষ ভঙ্গি। কিন্তু খোদ হৃতিক তাঁর ওই নাচকে সেরা স্টেপ মানতে নারাজ। হৃতিক এবার বেছে নিলেন তাঁর পছন্দের সেরা ৩টি সিনেমার নাচের স্টেপকে।

হৃতিকের প্রথম পছন্দ তাঁর ব্যাং ব্যাং সিনেমার টাইটেল ট্র্যাকের নাচের ভঙ্গি। তাঁর দ্বিতীয় পছন্দ ওয়ার সিনেমার ঘুঙরু গানটির সঙ্গে নাচ এবং হৃতিকের তৃতীয় পছন্দ কোই মিল গয়া সিনেমায় ইটস্ ম্যাজিক গানটির সঙ্গে নাচ। তাঁর মতে, এই ৩টি নাচ তাঁর জীবনের সেরা ৩টি ডান্স স্টেপ।

প্রসঙ্গত নাচের ক্ষেত্রে হৃতিক যথেষ্ট যত্নবান। তিনি সময় দিয়ে নাচ তুলতে পছন্দ করেন। সিনেমায় কোনও নাচে দক্ষতা আনার জন্য তিনি পরিচালকের কাছে সময় চেয়ে নেন। সেটা ১ মাসও হতে পারে, ২ মাসও হতে পারে।

কিন্তু সেই সময়টা হৃতিক কঠিন পরিশ্রম করেন নাচটির পিছনে। যার ফলে সাফল্যও আসে। বলিউডে এখন যদি নাচে দক্ষ কোনও তারকার নাম বলতে হয় তাহলে সে তালিকার প্রথমেই থাকবেন হৃতিক রোশন।

প্রসঙ্গত ফাইটার নামে সিনেমায় হৃতিক রোশনকে আগামী দিনে দেখা যেতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk