Categories: State

হাওড়ায় পুরসভার বাজেট অধিবেশনে ধুন্ধুমার

Published by
News Desk

হাওড়া পুরসভার বাজেট অধিবেশনের শুক্রবার ছিল দ্বিতীয় দিন। এদিন বলতে উঠে বিরোধী এক সিপিএম কাউন্সিলর অভিযোগ করেন তাঁর এলাকার উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ করছে না পুরসভা। শুধু তাঁর নয়, কোনও বিরোধী কাউন্সিলরের এলাকার উন্নয়নেই অর্থ বরাদ্দ করা হচ্ছে না। বেছে বেছে শুধু শাসক দলের কাউন্সিলরদের এলাকা উন্নয়নের টাকা দেওয়া হচ্ছে। এই অভিযোগে সমর্থন জানান পুরসভার বিরোধী বাম ও বিজেপি কাউন্সিলররা। অভিযোগ এরপরই ওই সিপিএম কাউন্সিলরের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন শাসক কাউন্সিলররা। সিপিএমের এক কাউন্সিলরকে ধাক্কা মারতে মারতে বার করে দেওয়ারও চেষ্টা হয়। রুখে দাঁড়ান বিরোধী অন্যান্য কাউন্সিলররা। শুরু হয়ে যায় দু’পক্ষের ধাক্কাধাক্কি। বেশ কিছুক্ষণের জন্য ধুন্ধুমার চেহারা নেয় পুর অধিবেশনকক্ষ।

Share
Published by
News Desk