Entertainment

ভারতের সবচেয়ে বড় বিলবোর্ড বানাল হটস্টার

Published by
News Desk

বিজ্ঞাপনে অভিনবত্ব চাইছেন সকলেই। আসছে নতুন ভাবনা। মানুষের নজর কড়ার মত চাকচিক্য, নতুনত্ব। সেই দৌড়ে এবার এক নয়া রেকর্ড গড়ল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হটস্টার। সহজ করে বলতে গেলে একটি সাইট যেখানে রয়েছে প্রচুর পরিমাণে বিনোদনের সুযোগ। করোনার জেরে এখন অনেকেই বাড়ি থেকে বেরিয়ে বিনোদনের সুযোগ পাচ্ছেন না। অনেকে নিজেদের বাড়িতেই বন্দি করছেন। ফলে দ্রুত চাহিদা বাড়ছে ঘরে বসে বিনোদনের। সেই লড়াইয়ে সবচেয়ে এগিয়ে টিভি। তারপরই রয়েছে নানা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। মানুষকে আকর্ষিত করতে এবার সবচেয়ে বড় বিলবোর্ড দিয়ে নজর কাড়ল হটস্টার।

উত্তরপ্রদেশের মির্জাপুরের শাস্ত্রী ব্রিজের কাছে হটস্টার একটি বিলবোর্ড লাগিয়েছে। যেটি ১০ হাজার বর্গফুটের। উচ্চতায় ১০ ফুট ও ১ হাজার ফুট চওড়া। খুব স্বাভাবিকভাবেই এমন অভিনবত্ব সকলের নজর কাড়ছে। এত বড় বিজ্ঞাপন রাস্তার ধারে অদ্যাবধি নজরে পড়েনি। বড় শহরে হটস্টারের নাম অনেকের জানা। এবার তাই তারা টার্গেট করেছে টায়ার ২ ও টায়ার ৩ শহর, নগরকে। এখানে তাদের বিজ্ঞাপনে জোর দিচ্ছে সংস্থা।

হটস্টারে স্টারের বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান তো দেখাই যায়, সেইসঙ্গে দেখা যায় অনেক সিনেমা। এছাড়াও আছে হটস্টার স্পেশাল সিনেমা। যা অনলাইনের জন্যই তৈরি হচ্ছে। সব মিলিয়ে প্রচুর বিনোদনের সুযোগ এখন নিয়ে এসেছে এই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি। যার একটা বড় বাজার রয়েছে হিন্দি ভাষাভাষী এলাকাগুলিতে। তাই এবার সেখানেই জোর দেওয়া শুরু করছে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Hotstar

Recent Posts