কন্যা রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ ডিসেম্বর, ২০২৫

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

এই রাশির অধিপতি গ্রহ বুধ। ভাবাবেগের রাশি। উক্ত রাশির জাতক জাতিকাদের মুখশ্রীতে প্রতিফলিত রয়েছে সৌম্যভাব। স্মৃতিশক্তির প্রখরতায় এরা অনেক বিষয়ই কণ্ঠস্থ করতে সমর্থ হয়। এদের চরিত্রের মধ্যে নির্মল নির্লোভ কমনীয়তা থাকে তাই খুব সহজেই শত্রুকে বশীভূত করতে সক্ষম হয়।

এই রাশির প্রেমাবেদন থাকে অতিমাত্রায়। বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করতে পারে। বিবাহ প্রায়ই অসবর্ণ পরিচিতের মধ্যে হয়ে থাকে। সরলতার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও মানসিক সংযম।

নিজ প্রচেষ্টা এবং অন্যের সহায়তা এ দুইয়ের মিলনে আসে প্রতিষ্ঠা। স্বভাবে বুধ তমোধর্মী তাই এ রাশি বৈরাগ্যকে আশ্রয় করে এগিয়ে চলতে চায় না। ভালোবেসে বিয়ে করলেও স্বামী ও স্ত্রী প্রায়ই মনোমতো হয় না। সংগীত সাহিত্য শিল্পের প্রতি আকর্ষণ যেন সহজাত।

আমার জ্যোতিষশাস্ত্রের শিক্ষাগুরু শ্রীশুকদেব গোস্বামীর গ্রন্থের সাহায্য নিয়ে এই অংশটুকু লেখা হয়েছে। এর সঙ্গে সংযোজন করা হয়েছে নিজের পেশাগত জীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা। লেখক চিরকৃতজ্ঞ হয়ে রইল উক্ত গ্রন্থের লেখক ও প্রকাশকের কাছে।

আজ দিনটা কেমন কাটবে : আর্থিক যোগাযোগের পক্ষে দিনটা অনুকূলে হলেও মানসিক অস্থিরতা বর্তমান থাকবে অতিমাত্রায়। কর্মক্ষেত্রের পরিবেশ পূর্বের তুলনায় আংশিক আশাপ্রদ। কারও সাথে অযথা কথা কাটাকাটি। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ। কোনও আমন্ত্রণ রক্ষা। নতুন কোনও দ্রব্য কেনাকাটা হবে। প্রত্যাশিত অর্থ লাভে বিলম্ব। দৈহিক আমেজ নষ্ট। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কোনও নতুন উদ্যমে সাফল্য আশা করতে পারেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনটা প্রীতি ও আনন্দ বৃদ্ধি করবে।

প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে। যে সময়টা শুভকাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভকাজ করলে শুভই হবে একথা জোর দিয়ে বলা যায়না। কারণ বিভিন্ন রাশি গ্রহ নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কমবেশি হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করা যায়। যেমন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ।

এই যোগে যেকোনও শুভকাজে বেরলে সাধারণভাবে শুভ ফললাভ হয়ে থাকে। যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনও শুভকাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনাবেচা ইত্যাদি যেকোনও এই কাজ অমৃতযোগ ও মাহেন্দ্রযোগে করলে শুভ ফল পাওয়া যেতে পারে।

আরেকটা হল বারবেলা, কালবেলা ও কালরাত্রি। এই সময় যেকোনও শুভকাজ নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং আনুমানিক সময় ধরে কাজ করলে ভাল ফল আশা করা যেতে পারে।

আজকের সময়সূচী :

অমৃতযোগ : সকাল ৬টা ৫২ মিনিটের মধ্যে। পুনরায় ৭টা ৩৫ মিনিট থেকে ৯টা ৪৩ মিনিটের মধ্যে। পুনরায় ১১টা ৫১ মিনিট থেকে ২টো ৪১ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ২৩ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত। পুনরায় রাত্রি ৫টা ৪২ মিনিট থেকে ৯টা ১৬ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ১১টা ৫৬ মিনিট থেকে ৩টে ৩০ মিনিটের মধ্যে। পুনরায় ৪টে ২৪ মিনিট থেকে সূর্যোদয় পর্যন্ত।
বারবেলা : ৮টা ৫০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত।
কালরাত্রি : রাত্রি ৮টা ৯ মিনিট থেকে ৯টা ৪৯ মিনিটের মধ্যে।

এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হল তা শুধুমাত্র এক বছরের জন্য। প্রতিকারগুলি আমার মনগড়া কোনও কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক-কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলিই এখানে করা হল।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

এবার ব্যক্তিগত রাশি অনুসারে ‘ফল’ কতটা মিলবে সে বিষয়টি খোলসা করে বলা যাক। এখানে যে ফলাফল লেখা হল তা একেবারেই অনুমানভিত্তিক।

নক্ষত্র ভেদে এক এক জাতক-জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবনপ্রবাহ এক একরকম হয়ে থাকে; এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক।

অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনও একটা নক্ষত্রকে ধরে গড়ে একটা অনুমানভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়। ফলে কারও ফল মেলে দারুণভাবে, কারও কিছু কিছু, কারও বা একেবারেই নয়।

সব কথা মিলবে, এমনটা ভাববার কোনও কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনও কাজের কথা নয়, চলার কারণ আছে বলেও মনে হয় না।

Sibsankar Bharati

১৪টি দেশ পার করে এই হাইওয়ে, ৩০ হাজার কিলোমিটার হাইওয়েতে নেই কোনও ইউ টার্ন

এটাই বিশ্বের সবচেয়ে দীর্ঘ হাইওয়ে। ৩০ হাজার কিলোমিটার পথ ১৪টি দেশের ওপর দিয়ে গেছে। নজরকাড়া…

December 18, 2025

বিশেষ গাছের তলায় দাঁড়িয়ে পরস্পরকে চুমু খেলেন ১৪৩৫ দম্পতি, সবাই দেখলেন সেই চুম্বনপর্ব

বিশেষ একটি গাছ। তার তলায় দাঁড়িয়ে একে অপরকে চুমু খেতে ব্যস্ত ১ হাজার ৪৩৫ দম্পতি।…

December 18, 2025

গিয়েছিলেন বাজারে, ছবি ছাপা হল দেশের কাগজি নোটে, ছবির মেয়ের খোঁজ মিলল ৫০ বছর পর

১৬ বছরের এক কিশোরীর ছবি দেশের কাগজি নোটে জায়গা করে নিয়েছিল। সেই ষোড়শীর খোঁজ পাওয়া…

December 17, 2025

জাতীয় সড়কে আঁকা হল সারি দিয়ে লাল খোপ, এমন রং করার পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ

৪৫ নম্বর জাতীয় সড়কের একটা অংশে সারি দিয়ে লাল খোপ কাটা হল। রাস্তায় এভাবে চড়া…

December 17, 2025

দেশের বিখ্যাত পাহাড়ি পর্যটনস্থলে তুষারপাত হয়নি, পর্যটকদের খুশি করতে গাড়ি করে এল বরফ

হিমালয়ের এই পাহাড়ি পর্যটনস্থলের নাম জানেননা এমন মানুষের সংখ্যা কম। সেখানেই পর্যটকদের আনন্দ দিতে গাড়ি…

December 17, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ ডিসেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

December 17, 2025