Categories: World

হংকংয়ে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘নিডা’

Published by
News Desk

হংকং-এ আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘নিডা’। ঝড়ের দাপটে অগুনতি গাছ উপড়ে পড়েছে। স্তব্ধ হয়ে গেছে ফেরি চলাচল। বন্ধ বাস ও ট্রাম পরিষেবা। দেড়শোটির ওপর বিমান বাতিল হয়েছে। সাড়ে তিনশো বিমানের যাত্রার সময় রদবদল করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা ২০-তে সমুদ্রের ওপর ঘনীভূত ঘূর্ণিঝড় ‘নিডা’ আছড়ে পড়ে স্থলভূমিতে। প্রচণ্ড ঝড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য শহরটিতে শুরু হয় ধ্বংসের খেলা।

এদিকে হংকংয়ে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। তবে স্থলভূমিতে আছড়ে পড়ার পর ক্রমশ ‘নিডা’-র শক্তিক্ষয় হয়। ফলে অনেকটাই দুর্বল হয়ে পড়ে ঝড়টি। এদিকে হংকংয়ে স্বাভাবিক অবস্থা ফিরতে মঙ্গলবার বিকেল গড়িয়ে যাবে বলেই মনে করছে প্রশাসন। হংকংয়ের অধিকাংশ মানুষই এদিন রাস্তায় বার হননি।

Share
Published by
News Desk
Tags: Hong Kong

Recent Posts