World

এলাকা ছেড়ে পালালেন ৬ হাজার বাসিন্দা, বৃষ্টি উপেক্ষা করে ৪৫০ কেজির বোমায় ফুটো

একটি এলাকার ৬ হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে চলে গেলেন অন্যত্র। এছাড়া আর উপায় ছিলনা। এদিকে বৃষ্টি উপেক্ষা করেই ৪৫০ কেজির বোমায় করা হল ফুটো।

একটি নতুন নির্মাণকার্য শুরু হয়েছিল। যার জন্য মাটি খোঁড়া হয়। সেই মাটির নিচে যা পাওয়া যায় তা দেখে কার্যত শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যায় সেখানকার কর্মীদের। খবর যায় পুলিশে।

পুলিশ এসে বুঝতে পারে তাদের কিছু করার নেই। যা করার বিশেষজ্ঞেরাই করতে পারেন। তারা যেটা করতে পারে তা হল মানুষের জীবনহানি যাতে রোখা যায় তার ব্যবস্থা পাকা করা।

সেজন্য পুলিশ সময় নষ্ট না করে দ্রুত গোটা এলাকা থেকে মানুষজনকে সরে যাওয়ার কথা জানায়। সকলকে যত দ্রুত সম্ভব সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

যেটি মাটির নিচে পাওয়া যায় সেটি প্রায় ৮০ বছরের বেশি পুরনো একটি বোমা। ছোটখাটো বোমা নয়। একটি ৫ ফুট লম্বা বোমা। যার ওজন প্রায় ৪৫০ কেজি। এই অতিকায় বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। যা মাটিতে পড়েছিল ঠিকই, কিন্তু ফাটেনি।

কিন্তু তখন ফাটেনি মানে তো এই নয় যে এখনও ফাটবে না! যে কোনও মুহুর্তে ফাটতে পারে ভেবে দ্রুত এলাকা ফাঁকা করে দেওয়া হয়। অঝোর বৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তোলে।

বিশেষজ্ঞেরা এলেও তাঁদের কাজ করতে সমস্যা হয়। তবে তার মধ্যেই বোমাটিকে ফাটা থেকে আটকাতে সেটিতে একটি ফুটো করে ফেলা হয়। তারপর বোমার মধ্যে থাকা ২২৬ কেজি টিএনটি বিস্ফোরক জ্বালিয়ে দেন বিশেষজ্ঞেরা। যাতে সেটি আর ফাটার সুযোগ না পায়।

ঝুঁকির হলেও সাফল্য পান তাঁরা। বোমাটি সম্পূর্ণ নিষ্ক্রিয় করা গেছে এটা নিশ্চিত হওয়ার পর এলাকার বাসিন্দারা ফের ফিরে আসেন নিজের নিজের বাড়িতে। ঘটনাটি ঘটেছে হংকং-এর ইস্টার্ন ডিসট্রিক্ট-এ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *