Kolkata

তুঙ্গে দোলের বাজার

Published by
News Desk

রাত পোহালেই দোল। তার আগে শনিবার রঙের বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতন। লাল, সবুজ, নীল, ম্যাজেন্টা, বাঁদুরে, সব রঙের চাহিদাই ছিল যথেষ্ট। সঙ্গে ছিল নানা রঙের আবীর। ক্রমশ দোলে আবীরের আধিক্য বেড়েছে। যেখানে এক দশক আগেও তিন-চার রকম রং মূলত পাওয়া যেত আবীরের, সেখানে এখন হাজারো রঙ নিয়ে হাজির আবীর। তবে ত্বক সচেতনতা বৃদ্ধির জেরে এখন অনেকেই কেমিক্যাল রংয়ের জায়গায় বেছে নিচ্ছেন হার্বাল রং। ফলে তার চাহিদাও ক্রমশ বাড়ছে। সেইসঙ্গে বাজারে হাজির নানা রকমের পিচকারি। চিনা পিচকারি এবার বাজারে দাপটে বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে বাহারি টুপি, রঙিন চুল, অদ্ভুতুড়ে মুখোশ। দোকানে দোকানে কচিকাঁচাদের ভিড়ই বেশি। উৎসাহও বেশি। সব মিলিয়ে রবিবারের সকাল রাঙিয়ে তুলতে শনিবার থেকেই কোমর বেঁধে তৈরি রাজ্য।

 

Share
Published by
News Desk

Recent Posts